সংবাদদাতা, বর্ধমান:– বর্ধমান শহরে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠল এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। মৃত তৃণমূলকর্মীর নাম সুভাশীষ মহন্ত ওরফে কার্তিক (৪৮)। বাড়ি ইছলাবাদ এলাকায়। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ১০ ওয়ার্ডের পারবীরহাটা শ্রীপল্লী এলাকায়।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের ১০ নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত ছিলেন সুভাশীষ মহন্ত। শনিবার গভীর রাতে সুভাশীষ পারবীরহাটা শ্রীপল্লী এলাকায় একটি হোটেল থেকে খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি সুভাশীষ মহন্তকে মারধর করে এবং কানের ভিতরে কোনো কিছু দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুভাশীষবাবুর মা মন্দিরা মহন্তর দাবি পুরনো শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করা হয়েছে। তিনি জানিয়েছেন, এর আগেও শংকর তার ছেলেকে মারধর করেছিল। যার জেরে হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল সুভাশীষ মহন্তকে। উল্লেখ্য, অভিযুক্ত শংকর ঘোষ বর্ধমান পুরসভার একজন তৃণমূল কাউন্সিলারের গাড়ির চালক ছিলেন এবং তৃণমূল সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন আগে ইছলাবাদ কাঠেরপুল এলাকায় একজন প্রবীণ সিপিএম নেতাকে মারধরের চেষ্টা করেছিল শংকর। এদিকে, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। জানা গেছে, এই ঘটনার পর থেকেই অভিযুক্ত শংকর পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।