সঙ্গীতা চৌধুরী,বহরমপুরঃ– প্রতিবছরের মতো এইবারও বহরমপুরের ব্যারাক স্কয়ারে খাদি মেলা হয়েছে। একটা দুটো নয় মোট দেড়শোটা স্টল বসেছে বহরমপুরের এই খালি মেলায় আর জিনিস কী নেই সেখানে? খাদির সিল্ক থেকে শুরু করে বেতের ঝুড়ি, কাঠের সোফা থেকে শুরু করে জ্যাম , জেলি, আচার, ঘর সাজানোর বিভিন্ন জিনিস থেকে শুরু করে খাদির জ্যাকেট, উলের সোয়েটার থেকে কানের দুল, বিভিন্ন রকম স্টলে ভরে উঠেছে খাদি মেলা। একই সাথে খাবারেরও অনেক দোকান রয়েছে। তবে সেই সমস্ত স্টলের মধ্যেই রয়েছে শিল্পীর হাতের ছোঁয়া। প্রসঙ্গত উল্লেখ্য গত ২২ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা আগামী ৬ জানুয়ারি অবধি এই মেলা থাকবে। বহরমপুর শহরের বিভিন্ন জায়গা থেকে এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশ থেকে মানুষ এই মেলায় আসছেন হাতের কাজের জিনিস দেখতে এবং কিনতে। একই সাথে এই মেলা ঘিরে হচ্ছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও।
এই বছর বহরমপুরের খাদি মেলার কিছু ছবি দেখে নেবো।