নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমা হাসপাতালকে পরিষ্কার পরিছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিল দুর্গাপুর রোটারি ক্লাব সেন্ট্রাল। এবার থেকে মাসে একদিন করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাফাই অভিযান চালানো হবে দুর্গাপুর রোটারি ক্লাব সেন্ট্রালের পক্ষ থেকে। সোমবার বড়দিনের সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রালের তরফে ” ক্লিন – গ্রিন- প্লাস্টিক ফ্রী দুর্গাপুর ” স্লোগানকে সামনে রেখে একদিনের সাফাই অভিযান নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান হাসপাতাল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কবি দত্ত। তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন ক্লাব বা সংস্থাকে দিয়ে হাসপাতাল সাফাইয়ের কাজ করাচ্ছিলাম। কিন্তু এবার থেকে এই কাজ করবে রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল। আগামী ৩ বছরের জন্য এই সাফাই অভিযানের জন্য মহকুমা হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রোটারি ক্লাব। এর পাশাপাশি হাসপাতালে আসা মানুষদেরকে পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করবে ইনারহুইল ক্লাব।” এছাড়াও হাসপাতালের একটি ল্যাপ্রোস্কোপিক মেশিনের জন্য রোটারি ক্লাবের তরফে প্রায় ৫০% টাকা দেওয়া হবে বলেও এদিন জানান কবি দত্ত।
বড়দিন উপলক্ষ্যে মহকুমা হাসপাতালে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।