সঙ্গীতা চৌধুরীঃ– আজ ১ লা জানুয়ারি ২০২৪- আজকের দিনটি সবাই কল্পতরু দিবস হিসেবেই জানেন। কারণ আজকের দিনে রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপে আবির্ভূত হয়ে ছিলেন তার ভক্তদের মাঝে, কিন্তু এ ছাড়াও আজকের দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। হ্যাঁ, মায়ের এক সাধক সন্তান আজ যেমন কল্পতরু রূপে আবির্ভূত হন, তেমনি আজকের দিনেই মায়ের আরেক সন্তান ভূমিষ্ঠ হয়ে ছিলেন। মায়ের লীলায় আজকের দিনেই মায়ের ক্ষ্যাপা সন্তান মনি মোহন গোঁসাই এর জন্ম হয়েছিলো কালীঘাটের মন্দিরে।
১৮৭৪ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি মনি মোহন গোস্বামী অর্থাৎ বামাক্ষ্যাপার সুযোগ্য শিষ্য তারা ক্ষ্যাপা জন্ম গ্রহণ করেন বসিরহাটে। আজ তার দেড়শোতম জন্মতিথি। তারা ক্ষ্যাপা জন্মের ঘটনার মধ্যেই মায়ের এক অলৌকিক লীলার প্রকাশ রয়েছে, তারা ক্ষ্যাপার মাতা হেমাঙ্গিনী দেবী অন্তঃসত্ত্বা অবস্থায় কালীঘাটে গঙ্গাস্নান করতে এলে,হঠাৎ তার প্রসব বেদনা ওঠে, তখন কালীঘাট মন্দির চাতালে কাপড় ঘিরে দিয়ে তার প্রসব হয়, তিনি জন্ম দেন তারা ক্ষ্যাপার।
বসিরহাটে নদীর ধারে দাঁড়িয়ে তিনি তারা তারা বলে চিৎকার করে কাঁদতেন, তাই আশেপাশের মানুষজন তাকে তারা ক্ষ্যাপা বলে ডাকতেন। মা তারার পাগল ছেলে বামাক্ষ্যাপা তার কিছু শক্তি দিয়ে গিয়েছিলেন তারাক্ষ্যাপাকে, যোগ সাধনা বলে তিনি নদীর উপর খালি পায়ে হাঁটতে পারতেন, যোগ বলে মৃত মানুষকে তিনি জীবিত করেছিলেন,সাপে কাটা মানুষকে বাঁচিয়ে ছিলেন, এই তারা ক্ষ্যাপারই সিদ্ধ নাম মোহনানন্দ পুরী। পরবর্তীতে তিনি তার কিছু ক্ষমতা দিয়ে যান তার অন্যতম প্রিয় শিষ্য মহাসাধক বোধানন্দ পুরীকে(বলাই সাঁতরা)। বোধানন্দ পুরী তার সমস্ত ক্ষমতা দিয়ে গিয়ে ছিলেন পন্ডিত শিবানন্দ পুরীকে।
প্রতি বছর পয়লা জানুয়ারি তারা ক্ষ্যাপার জন্মতিথিতে পন্ডিত শিবানন্দ পুরীর নিজের বাড়িতে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী সবুজ কালী মায়ের মায়ের মন্দিরে বিশেষ পুজো উৎসব পালন করে থাকেন পন্ডিত শিবানন্দপুরী, এ বছরও তার ব্যতিক্রম হয় নি,আজ ১ লা জানুয়ারি নালিকুল শ্রীপতিপুরের সিদ্ধেশ্বরী সবুজ কালী মায়ের মায়ের মন্দিরে পন্ডিত শিবানন্দ পুরী তারা ক্ষ্যাপার সার্ধশতবর্ষ জন্ম তিথি উপলক্ষে এই বিশেষ পুজো করেন,এই দিন তারা ক্ষ্যাপার ভোগে নিরামিষ কেক থেকে শুরু করে লুচি মিষ্টি পরমান্ন যেমন ছিলো তেমনি ছিলো তারা ক্ষ্যাপার অত্যন্ত পছন্দের জিলিপি ভোগ ও কারণ বারি। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এই দিন এসেছিলেন তারা ক্ষ্যাপার জন্মদিন উৎসব পালন দেখতে।