দিল্লির কর্পোরেট অফিসে দেওয়া হলো স্মারক ও শংসাপত্র । ২০২১-২২ আর্থিক বছরের সেরা ইন্ট্রিগ্রেটেড স্টিল প্ল্যান্টের স্বীকৃতি বার্ণপুরের ইস্কো কারখানা
সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- ২৯ ডিসেম্বরঃ ২০২১-২২ আর্থিক বছরে বিভিন্ন স্টিল প্ল্যান্টের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সামগ্রিক ক্ষেত্রে সেল কর্পোরেট অফিসের তরফে সেরার পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে বিভিন্ন ইউনিটের আধিকারিকরা থাকেন। যেসব স্টিল প্ল্যান্ট বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে, তাদের মধ্যে ” সেরা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট” র স্বীকৃতি পেল বার্ণপুরের ইস্কো কারখানা বা সেল আইএসপি। এই পুরস্কারগুলো আগেই ঘোষণা করা হয়েছিল। গত বৃহস্পতিবার দিল্লিতে সেল কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে সেলের চেয়ারম্যান অমরেন্দু প্রকাশ এই পুরস্কার তুলে দেন। সেইল আইএসপির ডিরেক্টর ইনচার্জ বা ডিআইসি বিজেন্দ্র প্রতাপ সি (বিপি) সিং সেল চেয়ারম্যানের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, এই পুরষ্কার কারখানাকে আরো ভালো পারফরম্যান্সের দিকে নিয়ে যেতে নতুন করে উজ্জীবিত করবে। কারখানার কর্মী ও আধিকারিকদের একনিষ্ঠ একাগ্রতা ও কাজের জন্য এই শিরোপা পাওয়া সম্ভব হয়েছে বলে ডিআইসি জানান।