সংবাদদাতা,আসানসোলঃ- সারা রাজ্যের পাশাপাশি আসানসোলেও মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ট্রাক চালকেরা | কেন্দ্রের লাগু করা পরিবহন আইনের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ |কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল সমর্থিত ট্রাক চালকদের । তাদের অভিযোগ যেভাবে কেন্দ্রীয় সরকার সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে আইন লাগু করেছেন, তাতে সাধারণ পরিবার থেকে উঠে আসা বিভিন্ন গাড়ির চালকদের পক্ষে দুর্ঘটনার পরে সাত থেকে দশ লক্ষ টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। ফলে এরপর রোজগারে ভাটা পড়বে নিম্নবিত্ত বহু মানুষের।
আসানসোল বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চালকেরা তাই এদিন গাড়ি দাঁড় করিয়ে দেয় ও এই আইনের তীব্র প্রতিবাদ জানাতে থাকে ট্রাক চালকদের দাবি অবিলম্বে কেন্দ্রের সরকারকে এই কালা কানুন প্রত্যাহার করতে হবে। এবিষয়ে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, কোন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করেন না। এই আইন কালা কানুন আছে। এ ধরনের আইনে ড্রাইভারদের রোজগার কেড়ে নেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।