সংবাদদাতা, বাঁকুড়াঃ– শুধু বাঁকুড়ার গর্ব নয় রাজ্যের গর্বও বটে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র আদিবাসী পরিবারে মেয়ে ভারতী মুর্মু। তিন বোন ও এক ভাই বাবা-মাকে নিয়ে ছয় জনের পরিবার। এক কথায় নুন আনতে পান্তা ফুরানো সংসারে সময় মত পরনের নতুন পোশাক, খেলার বুট বাবা মা কিনে দিতে পারেনি। তবুও হাল ছাড়ার মেয়ে নয় ভারতী ও তার বোন। তারা ফুটবল খেলাকে বেছে নিয়েছেন দুই জনেই। লাগাতার দু বছর ধরে ফুটবল খেলা প্র্যাকটিস করছেন বাঁকাদহ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম পরিচালিত মা সারদা পাঠ দান কেন্দ্রে।
আর দু বছরের অভিজ্ঞতায় একেবারে জেলা থেকে রাজ্য এবার রাজ্য ছাড়িয়ে ন্যাশনাল লেভেলের ফুটবল খেলার প্রতিনিধিত্ব করতে চলেছে ভারতী মুর্মু। বাবা-মায়ের অনেক দুঃখ কষ্টের সংসার, লোকের বাড়িতে কাজ করেন তারা। তবুও গর্বে তাদের বুক ভরে যায় মেয়ের ফুটবল খেলা এবার দেশ বিদেশের লোক দেখবে বলে। খেলা দেখাবে রাজ্যের হয়ে পাঞ্জাবে। তিনি যে শুধু খেলাধুলাতেই ভালো তা কিন্তু নয় তার পাশাপাশি পড়াশোনাতেও খুবই ভালো এমনটাই জানালেন বাঁকাদহ হাই স্কুলের প্রধান শিক্ষক, থেকে বন্ধু বান্ধবী ও রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক সকলে।