eaibanglai
Homeএই বাংলায়দূর্গাপুর দিল্লি পাবলিক স্কুলের দশম বার্ষিক ক্রীড়া দিবস পালন

দূর্গাপুর দিল্লি পাবলিক স্কুলের দশম বার্ষিক ক্রীড়া দিবস পালন

সংবাদদাতা, দূর্গাপুরঃ- দূর্গাপুর দিল্লি পাবলিক স্কুলের প্রি প্রাইমারি বা প্রাক-প্রাথমিক শাখার দশম বার্ষিক ক্রীড়া দিবস শনিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়। স্কুলের অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । স্কুলের প্রি-প্রাইমারি কো অর্ডিনেটর টিনা দাস স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি অভিভাবকদের নিরলস সমর্থন এবং অংশগ্রহণের জন্য অকুণ্ঠ প্রশংসা করেন। কচিকাঁচাদের জীবনে খেলাধুলার গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি ধৈর্য্য ও সাহসের সাথে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তাদের উৎসাহিত করেন। এই বছরের ইভেন্টের সাক্ষী হওয়ার জন্য ৬০০ জন অভিভাবক স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। প্রথম শ্রেণির পড়ুয়াদের দ্বারা একটি গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর এলকেজি জুনিয়রের পড়ুয়ারা একটি ড্রিল উপস্থাপন করে। নার্সারির ছোট ছোট বাচ্চারাও তাদের সাজসজ্জা প্রদর্শনে এগিয়ে আসে। ট্র্যাক ইভেন্টে এলকেজি, ইউকেজি এবং প্রথম শ্রেণির পড়ুয়ারা বাটার ফ্লাই রেস, ফ্রগ রেস, ব্যালেন্স দ্য স্মাইলি রেস ইত্যাদির জন্য মাঠে নামে। পদক ও পুরস্কারের মাধ্যমে বিজয়ীদের সম্মান জানানো হয়। প্রথম শ্রেণির পড়ুয়া জীভিকা টোডি ও গৌরবী জৈনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এদিনের বার্ষিক ক্রীড়া দিবস অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments