eaibanglai
Homeএই বাংলায়রম্যবীণার ৪৬ তম বর্ষপুর্ত্তি অনুষ্ঠান

রম্যবীণার ৪৬ তম বর্ষপুর্ত্তি অনুষ্ঠান

সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা রম্যবীণার ৪৬ তম বর্ষপুর্ত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ৬ জানুয়ারী, ২০২৪ সন্ধ্যায় ইস্পাতনগরীর দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে গত নভেম্বর মাসে আয়োজিত ৪৫ তম মনীশ স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃত হন ৯৬ জন প্রতিযোগী। প্রতিশ্রুতিসম্পন্ন ও প্রতিভাময়ী সংগীত শিল্পী অর্ণশ্রী চক্রবর্তী এবং সৌমী বন্দ্যোপাধ্যায় কে যথাক্রমে ‘সোনালী দত্ত স্মৃতি সংগীত পুরস্কার’ ও ‘প্রদীপ রুদ্র স্মৃতি সংগীত পুরস্কার’ প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। সবশেষে নিবেদিত হয় ‘গানের সাজি সাজাই ফুলে” নামক একটি রবীন্দ্রসংগীত নির্ভর নৃত্যগীতি আলেখ্য। সংগীতে অংশ নেন প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, সুমিতা রাহুত, কুমকুম বন্দ্যোপাধ্যায়, শ্রাবয়িতা দে, বাণী চট্টোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা, অর্ণশ্রী চক্রবর্তী,সৌমী বন্দ্যোপাধ্যায়, মানসী মুখোপাধ্যায়, জোনাকি মজুমদার, ইন্দ্রানী মুখোপাধ্যায় প্রমুখ ২১ জন শিল্পী। নৃত্য পরিবেশন করেন সুস্মিতা ঘোষ,জিনিয়া রায় ,মন্দাকিনী চৌধুরী, চঞ্চল মাইতি, অর্পিতা রায়, সঞ্চনা প্রমুখ। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, প্রেমাংশু সেন, বুদ্ধদেব দাস ও রতন কুন্ডু। ভাষ্যপাঠ করেন বিপ্লব মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বুদ্ধদেব সেনগুপ্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments