সংবাদদাতা, বাঁকুড়াঃ- সারা দেশে ১৪ হাজার ৫০০ পিএম শ্রী স্কুল হবে। এরাজ্যে প্রায় ১ হাজার হলে ব্লক পিছু ওই স্কুলের সংখ্যা হবে ২ টি। কিন্তু এ রাজ্যের সরকার এবিষয়ে আগ্রহ দেখায়নি। দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। বুধবার বাঁকুড়া সম্মিলনী কলেজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন। ডাঃ সরকার এদিন আরও বলেন, পিএম ঊষা প্রকল্প এ যেখানে অন্যান্য রাজ্য গুলি মৌ স্বাক্ষরের কাজ সেরে ফেলেছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার তা করেনি। বিষয়টি নিয়ে তিনি চিঠির পাশাপাশি এদিনই রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানান।
জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে কেন্দ্রীয় টীম পরিদর্শণে এসেছে জানিয়ে এদিন শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু স্কুলে মিড ডে মিল খারাপ, কোথাও শৌচাগারের সমস্যা রয়েছে। এমনকি ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জায়গায় সেই কম্পিউটার ‘সাজিয়ে’ রাখার ছবিও কেন্দ্রীয় টীমের সদস্যদের নজরে এসেছে বলে তিনি জানান।