সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর স্টিল সিটির রাজেন্দ্র ভবনে গত ১০/০১/২০২৪ সন্ধ্যায় দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক “এক শাম শহীদও কে নাম” নামক শহীদদের নামে এক কবি সম্মেলনের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের কবিরা অনেক কবিতা পরিবেশন করেন। কবিদের মধ্যে ছিলেন দীনেশ দেহাতি, ফজিহাত গহমারি, অলোক। শর্মা, মঞ্জু কুমারী, লাতুরি লাট, এবং পবন বাঁকে বিহারী প্রমুখ ।
এই অনুষ্ঠানে, অধ্যাপক অরবিন্দ চৌবে ডিরেক্টর এনআইটি, কুমার গৌতম আইপিএস, ডেপুটি কমিশনার অফ পুলিশ, এসডিএম দুর্গাপুর ড. সৌরভ চ্যাটার্জি, ডিভিসি ডিএসটিপিএসের প্রধান প্রকৌশলী এবং পরিকল্পনা প্রধান সুধীর কুমার ঝা, ডিএফও অনুপম খান, সুধীর ব্যাস ভিওএম ডিভিসি ডিএসটিপিএস, রাজীব কুমার, প্রাক্তন ইডি সেল আইসিও, সিজিএম সেল ডিএসপি সঞ্জীব কুমার সিং, ধর্মেন্দ্র যাদব, সদস্য ডিএমসি বোর্ড এবং রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী শিক্ষক ড.কলিমুল হক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
ডিভিসি ডিএসটিপিএসের প্রধান প্রকৌশলী এবং পরিকল্পনা প্রধান সুধীর কুমার ঝা, ডিএফও অনুপম খান, সুধীর ব্যাস ভিওএম ডিভিসি ডিএসটিপিএস, রাজীব কুমার, প্রাক্তন ইডি সেল আইসিও, সিজিএম সেল ডিএসপি সঞ্জীব কুমার সিং, ধর্মেন্দ্র যাদব, সদস্য ডিএমসি বোর্ড এবং রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী শিক্ষক ড.কলিমুল হক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।অতিথিরা একে একে প্রদীপ প্রজ্জ্বলন করেন। সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া কবিদের উত্তরী, ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন সমাজকর্মী আতিফা পারভীন, ডিভিসি ডিএসটিপিএস এর ম্যানেজার শামীম আহমেদ, মনোজ কুমার সিংহ সভাপতি বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন, পঙ্কজ শ্রীবাস্তব, দীনেশ গুপ্ত, রাকেশ চৌধুরী, রমন উপাধ্যায়, অশোক তিওয়ারি, রানা ঘোষ, অনোজ ভারতী প্রমুখ। মঞ্চ সঞ্চালনা করেন শিক্ষক বিজয় অভিষেক। উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে কবিদের পরিবেশনা উপভোগ করেন।