eaibanglai
Homeএই বাংলায়একদিনের তায়কান্ডো প্রতিযোগিতা কুলটিতে

একদিনের তায়কান্ডো প্রতিযোগিতা কুলটিতে

সংবাদদাতা, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার সাঁকতোড়িয়ার ঝালগ্রামের দূর্গামন্দিরে জেলা তায়কোন্ডা এসোসিয়েশনের সহযোগিতায় একদিনের তায়কোন্ডা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতা শুরু হবার আগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় ভালো প্রদর্শন করার জন্য কৃতিদের সম্মান জানানোর পাশাপাশি মেডেল ও শীল্ড দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই পি সি এলের ডাইরেক্টর সোমেশ দাসগুপ্ত, ইসিএলের জিএম ( সিভিল) অভয় কুমার, ইসিএলের জিএম ( সিকিউরিটি) শৈলেন্দ্র সিং, পুষ্পদীপ ভট্টাচার্য, অরপন ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল চ্যাটার্জী, রোহিত নুনিয়া, বিনোদ সাউ, অনঞ্জন মন্ডল সহ বিশিষ্ট অতিথিরা। রোহিত নুনিয়া জানান মা মাটি মানুষের সরকার যুবদের উচ্চ শিক্ষার পাশাপাশি খেলাতে উৎসাহিত করার প্রচেষ্টা করছেন এবং তাদের ভবিষ্যত উজ্জ্বল করার চেষ্টা করছেন ও সবরকম সাহায্য করতে মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে উজ্জ্বল চ্যাটার্জী সহ বিশিষ্ট নেতৃত্ব রাজী আছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments