নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ভারত সরকারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং অটো চালক বন্ধুদের সামাজিক সংগঠন আমাদের পরিবহন সংস্থা ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় আজ সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত মুচিপাড়া এলাকায় এবং সকাল ১১.৩০মি: থেকে বেলা ১২.৩০মি: পর্যন্ত ডিপিএল গ্যামন ব্রীজ মোড় ২টি জনবহুল স্থানে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। ২৫জন তরুন প্রজন্মের সমাজসেবী বন্ধুরা এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিরা পথ নিরাপত্তা বিষয় নিয়ে সচেতনতা মূলক সুদৃশ্য ব্যানার, পোস্টার সাথে নিয়ে পথে নেমে যত্নের সাথে সাধারণ মানুষকে নিজের জীবন ও পরিবারকে রক্ষা করতে পথ নিরাপত্তার পাঠ দিয়েছেন। এই কাজে সহায়তা করেছেন আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ অধীনস্ত মুচিপাড়া ট্রাফিক গার্ডের আধিকারিক ও ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী, সমাজকর্মী অরবিন্দ মাজি এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের আধিকারিক বিদ্যুৎ কুন্ডু। আয়োজক সংগঠনগুলির পক্ষ থেকে যুব আধিকারিক রায়া দাস ও সমাজকর্মী কবি ঘোষ স্বেচ্ছাসেবক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং সাধারণ মানুষকে বেশি করে পথ নিরাপত্তা সচেতনত হতে অনুরোধ করেছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী পথ দুর্ঘটনা বেড়েছে।