eaibanglai
Homeএই বাংলায়মন্দির সাফাই অভিযান শুরু আসানসোলে

মন্দির সাফাই অভিযান শুরু আসানসোলে

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সোমবার আসানসোলের পুরনো রামকৃষ্ণ আশ্রম মোড় সংলগ্ন শনি মন্দির, রামকৃষ্ণ ডাঙ্গা, গোধুলি মোড় সংলগ্ন মন্দিরে পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে সাফাই অভিযানের নেতৃত্ব দেন। এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত মন্দিরে পরিষ্কার করতে হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবার এই কাজ করা উচিত। পরিচ্ছন্নতাকে জীবনে অভ্যাস করে তোলা দরকার। তিনি আরো বলেন, “এই অভিযান চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে আমাদের এই কাজকে জীবনধারার একটি অংশ করে তুলতে হবে। শুধু ২১ জানুয়ারি পর্যন্ত নয়। যাতে লোকেরা নিয়মিত এইভাবে মন্দিরগুলি পরিষ্কার করেন তারজন্য আমাদেরকে সচেতন করতে হবে।” এই কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত, বিজেপি নেতা সঞ্জয় সিং সহ দলের কর্মীরা। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে জিতেন্দ্র তেওয়ারি শনি মন্দিরে সমস্ত কর্মীদের সাথে দই চিঁড়ে খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments