সংবাদদাতা, দুর্গাপুর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় আসানসোল -দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডওএ) ও পশ্চিমবঙ্গ সরকারের তত্বাবধানে দুর্গাপুরে ভ্রাম্যমাণ মা’ ক্যান্টিনের পরিষেবা চালু হয় বেশ কিছুদিন আগে । দুর্গাপুরের দরিদ্র মানুষজনের প্রতিদিন সুলভে দুপুরের খাওয়ার ব্যবস্থা করাই ছিল মা ক্যান্টিনের উদ্দেশ্য । ওই ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার পরিবেশন করা হয়। মাত্র ৫ টাকায় ভাত, ডিম, ডাল, আলুভাজা ও সব্জির বন্দোবস্ত থাকে। প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত পরিষেবা দেওয়া হয়ে থাকে।সকাল ৯ টা থেকে খাবারের কূপন বিলি করা হয়। সপ্তাহে মঙ্গল, বুধ , বৃহস্পতি ও শুক্রবার সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ মা’ ক্যান্টিন থাকে। আর শনি, রবি ও সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন প্রায় ১০০ জন দরিদ্র মানুষ এই পরিষেবা পেয়ে থাকেন। এদিন দুপুরে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক তথা বিদায়ী মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় হঠাৎই সিটিসেন্টার বাসস্ট্যান্ডের ভ্রাম্যমাণ মা’ ক্যান্টিনে এসে উপস্থিত হন। পুরসভার আরও ৭ জন কর্মী ছিলেন তাঁর সঙ্গী । মা’ ক্যান্টিনে ৫ টাকা দিয়ে কূপন কেটে খাবার খেয়ে দেখেন। খাবারের গুণগত মান নিয়ে তিনি বরাত পাওয়া সংস্থা’র সুনাম করেন। পাশাপাশি এই পরিষেবায় উপকৃত দরিদ্র মানুষের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কিনা সেটাও তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।