সংবাদদাতা,আসানসোলঃ- এবার পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন। ত দুই ব্যক্তির নাম রামকুমার গিরি(৩৪),অনিল কুমার চৌধুরী(২৪)। ধৃত দুজনেই আসানসোলের বাসিন্দা বলে জানা যায়।ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে আসানসোল কুমারপুর এলাকা থেকে পাচারের পথে এই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কিলো আঁশ উদ্ধার হয়েছে।যারা বাজার মূল্য আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা। আসানসোল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি জানিয়েছেন পেঙ্গলিনের আসগুলি পাচারের জন্য ডিল করার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই পাচারের কথা জানতে পারি। পরে আসানসোলের কুমারপুর এলাকায় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে স্পট চিহ্নিত করে হাতেনাতে দুজনকে পেঙ্গলিনের আঁশ সহ আটক করা হয়। ধৃতদের আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হবে।