eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর রামনবমী উদযাপন সমিতির স্বেচ্ছা রক্তদান শিবির

দুর্গাপুর রামনবমী উদযাপন সমিতির স্বেচ্ছা রক্তদান শিবির

সংবাদদাতা, দুর্গাপুর:- ২২শে জানুয়ারি ২০২৪, অযোধ্যাই রাম মন্দির নির্মাণের পর অযোধ্যাপতি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দুর্গাপুর রামনবমী উদযাপন সমিতির ব্যবস্থাপনায় রামলালার পূজা, বসে আঁকো প্রতিযোগিতা ও স্বেচ্ছা রক্তদান শিবির ও সন্ধ্যায় রামসংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে AESBY মোড়, পঞ্চমুখী বালাজি মন্দিরে এই অনুষ্ঠান হয়ে গেল। স্বেচ্ছা রক্তদান শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলো আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। এই শিবিরে ১জন মহিলা সহ ১১জন রক্তদান করলেন। অধিকাংশ মানুষ রক্তদান করতে পারলেন না পুজোর উপাচারে উপোস করার জন্য। এই রক্তদান শিবিরে রক্তদান করলেন সমাজসেবী চন্দ্র শেখর ব্যানার্জী, সমাজসেবী পার্থ প্রতিম মুখার্জী। এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে ডাক্তার শাশ্বতি সেনগুপ্ত, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি ধনঞ্জয় মান, যুগ্ম সম্পাদক ডাক্তার এস এস যাদব, মধুমিতা মান, আফতাব হোসেন, নিটা গাঙ্গুলী, কুন্তল চৌধুরী, সূর্যকান্ত ঘোষ প্রমুখ। দুর্গাপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে চন্দ্রশেখর ব্যানার্জি সকল রক্তদাতা এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments