eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমানে সবলা মেলার আয়োজন

পশ্চিম বর্ধমানে সবলা মেলার আয়োজন

সংবাদদাতা, আসানসোলঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের পরিচালনায় ২৭ শে জানুয়ারি শনিবার পশ্চিম বর্ধমানে সবলা মেলার আয়োজন করা হয়। শনিবার আসানসোলের ইসমাইল মোড় সংলগ্ন বিদ্যাসাগর ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। এদিন ফিতা কেটে তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নবলম, পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,জেলা গ্রামোন্নয়ন কেন্দ্রের প্রকল্প আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য্য, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিত ভট্টাচার্য্য ও অন্যান্য অতিথিরা।

এদিনের সবলা মেলায় আদিবাসী নৃত্যের আয়োজন ও করা হয়। পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক মেলার বিভিন্ন স্টলে ঘুরেও দেখেন এদিন। এই বছর এই মেলায় ৫০ টি স্টল বসেছে, পার্শ্ববর্তী জেলা থেকেও বিক্রেতারা এসেছেন।মেলার মুখ্য উদ্দেশ্য জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের তৈরী সামগ্রীর প্রদর্শন ও বিপণন। এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাটি আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments