eaibanglai
Homeএই বাংলায়ড্যান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান ও নৃত্য উৎসব

ড্যান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান ও নৃত্য উৎসব

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- আগামী ডান্স একাডেমীর বার্ষিক অনুষ্ঠান ও নৃত্য উৎসব ২০২৪ সাড়ম্বর ভাবেই সৃজন ছন্দে আনন্দে অনুষ্ঠিত হলো বাঁকুড়া রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আগামী ডান্স একাডেমীর তিন প্রজন্মের অর্থাৎ ৩ বছর থেকে ৫৮ বছর পর্যন্ত শতাধিক ছাত্র ছাত্রীরা। এছাড়াও বাঁকুড়া জেলা ও রাজ্যের স্বনামধন্য শিল্পীদের উপস্থাপনা মন কাড়লো দর্শকদের।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন আগামী ডান্স একাডেমীর ছাত্র ছাত্রীদের বিভিন্ন আঙ্গিকের নৃত্যানুষ্ঠান ও মিরাক্কেল খ্যাত উৎপল ঘোষ, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সুমেধা দত্ত, শান্তিনিকেতন থেকে আগত কনিনীকা নৃত্য মন্দির এছাড়া বাঁকুড়ার শিল্পীদের উপস্থাপনা নজর কাড়ে দর্শকদের। দ্বিতীয় দিন ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘কাল মৃগয়া’ যার পরিচালনা করেন একাডেমির অধ্যক্ষ অনির্বাণ দাস।

বাঁকুড়া নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের বিশেষ উপস্থাপনা প্রত্যাশা। দুইদিন ব্যাপী এই উৎসবের পরিচালনা করেন আগামী ডান্স একাডেমীর অধ্যক্ষ বিশিষ্ট নৃত্যশিল্পী অনির্বাণ দাস। শীতের এই মৌসুমে বাঁকুড়া বাসী বিশেষ এই অনুষ্ঠান উপভোগ করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments