সংবাদদাতা, আসানসোল:- আসানসোলের এইচ এলজি রোডে একটি বেসরকারি স্কুলের পুলকারে আচমকা আগুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় গাড়িটি। হতাহতের কোনো খবর নেই। পুলকার মালিক তথা চালক রাজেশ বাউরি বলেন, ডিএভি স্কুলের কাছে স্কুলের দশম শ্রেণির কিছু পড়ুয়া বাজি পটকা ফাটাচ্ছিলো। পুলকার চালক বা মালিক তাদের নিষেধ করলেও তারা তা শোনেনি।
এদিন এইচ এল জি রোড এর ওপর স্থিত এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর শেষ পরীক্ষা ছিল পরীক্ষা শেষে দশম শ্রেণীর বেশ কিছু ছাত্র ফটকা ফাটিয়ে উল্লাসে মেতে ওঠে আর এর ফলে ওই পুলকারে আগুন লেগে যায়। এর ফলে ওই আগুনে পুরো গাড়ি জ্বলে ছাই হয়ে যায় ঘটনার। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দাদের তরফে বলা হচ্ছে, বাজিপটকা ফাটার ফলে ঐ পুলকারে আগুন ধরে যায়। আগুনে বলতে পুলকারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে এলাকার বাসিন্দারা নিজেদের মতো করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।