মনোজ সিংহ, দুর্গাপুর:- গোটা পৃথিবী জুড়ে ৩০ শে জানুয়ারি রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর ৭৬ তম প্রয়াণ দিবসে মহাপ্রয়াণ দিবস পালিত হলো নানা কর্মসূচি। ঠিক আজকের দিনে ১৯৪৮ সালের সকালে নতুন দিল্লি স্থিত বিরলা হাউস প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম বিনায়ক গুডসে এর পরপর তিনটি গুলিতে নিহত হয়েছিলেন রাষ্ট্রপিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা সবায় ‘বাপু’ বলে জানি। সারাদেশের সাথে সাথে আজকের এই মহান প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একাধিক স্থানে প্রার্থনা সভা ও মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হয়।
দুর্গাপুর শিল্পাঞ্চলের মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুর্গাপুর সিটি সেন্টার নগর নিগম স্থিত ডক্টর বি সি রায় মেমোরিয়াল হলে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। এই সর্বধর্ম প্রার্থনা সবায় উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের সকল ধর্ম অবলম্বী মানুষ ও গুণীজনেরা। এদিন মহাত্মা গান্ধীর পথিকৃতিতে মাল্যদান করে প্রার্থনা সভার সূচনা হয়। ‘রঘুপতি রাঘব রাজা রাম’ ভজন দিয়ে শুরু হয় এই সর্বধর্ম প্রার্থনা সভাটি। এই সভাতে উপস্থিত গুণীজনেরা আজকের দিনে মহাত্মা গান্ধীর আদর্শ ও নীতি সম্বন্ধে বিস্তর আলোচনা করেন। কবিতায়, গানে ও স্মৃতিচারণে এদিনের এই সর্বধর্ম প্রার্থনা সভাতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে এই উপলক্ষে দুর্গাপুর কংগ্রেস সেবাদলের পক্ষ থেকেও এদিন ইস্পাত নগরীর কাশীরাম দাস রোডের, নেহেরু ভবনে, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। অন্যদের মধ্যে ছিলেন ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, দুর্গাপুর কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, তুষার ঘোষ, অসীম সাহা,মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, “মহাত্মা গান্ধী ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাঁর মাধ্যমেই স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ও অসহযোগীতা ঘোষিত হয়েছিল। তিনি সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক স্বচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। এসব কিছুর মূলে ছিল ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করা। বর্তমানে সমাজে নানা ক্ষেত্রে যে হিংসা ও অমানবিকতা দেখা যাচ্ছে,সেখানে মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার নীতি আদর্শকে আমাদের সবাইকে মেনে চলা উচিত।”
পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর আসানসোলে, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালা পরিয়ে সম্মান জানানো হয়। এদিন আসানসোল কোর্ট সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে সম্মান জানান মেয়র বিধান উপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র পরিষদ গুরু দাস চট্টোপাধ্যায়, আসানসোল পৌরনিগমের কাউন্সিলর ববিতা দাস সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকগণ।