eaibanglai
Homeএই বাংলায়'চলো পাল্টাই', 'বিজেপি সরাও , বাংলা বাঁচাও' স্লোগান তুলে প্রতিবাদ মিছিল

‘চলো পাল্টাই’, ‘বিজেপি সরাও , বাংলা বাঁচাও’ স্লোগান তুলে প্রতিবাদ মিছিল

সংবাদদাতা, আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সংগঠনের সভানেত্রী অসীমা চক্রবর্তীর নেতৃত্বে কেন্দ্র সরকারের বিরোধিতায় ” চলো পাল্টাই ” স্লোগানকে সামনে রেখে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিলো। আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন জেলা টিএমসি পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়ে হটন রোড মোড় পর্যন্ত যায়। এই মিছিলে আসানসোল পুরনিগমের একাধিক কাউন্সিলার সহ বিপুল সংখ্যায় মহিলা কংগ্রেস কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এই মিছিল থেকে ‘বিজেপি সরাও , বাংলা বাঁচাও’ স্লোগান উঠে । অসীমা চক্রবর্তী বলেন, বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত অশালীন ভাষা ব্যবহার করছেন, তাতো বাংলার মানুষ উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার চোখে দেখেন। তার সম্পর্কে এমন মন্তব্যের কারণে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে।তিনি আরো বলেন, বাংলয় রাজনৈতিক ভাবে তৃনমুল কংগ্রে ও রাজ্য সরকারের বিরোধিতা করার মতো বিজেপি কোনো ইস্যু নেই। তাই বিজেপির নেতারা এমন মন্তব্য করছেন। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ এর জবাব দেবে।

অসিমা চক্রবর্তী বলেন, বিজেপি বলছে বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্থা এনসিআরবির তথ্য ও পরিসংখ্যান বলে, উত্তরপ্রদেশে মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়। এমন ঘটনা মধ্যপ্রদেশেও ঘটে। যেখানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে।তিনি স্পষ্টভাবে বলেন, বাংলা মহিলাদের জন্য অত্যন্ত নিরাপদ।এর সাথে তিনি এই বক্তব্যের তীব্র নিন্দাও করেছেন। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার সম্পর্কে দিলীপ ঘোষ বলেছিলেন, শুধু ভিক্ষুকরাই এই টাকা নেয়। এই প্রসঙ্গে পাল্টা আক্রমণ করে জবাব দিতে গিয়ে অসীমা চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষের পরিবারের মহিলারাও লক্ষ্মী ভান্ডার থেকে টাকা নেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments