সংবাদদাতা, আসানসোল :- মাধ্যমিক নির্বিঘ্নে করতে আসানসোলে মহকুমাশাসকের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার মোট ৮৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১৬৩ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসানসোল ও দুর্গাপুরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা স্তরে পরীক্ষা পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় সে বিষয়ে সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার পরীক্ষার সময়ও পরিবর্তন হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে বৃহস্পতিবার সকালে আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে প্রশাসনিক স্তরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তর, ডবলুবিএসইডিসিএল বা রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড, বন, মোটর ভ্যাহিক্যালসের আধিকারিক ও জেলার জয়েন্ট কনভেনার। এছাড়াও এদিনের বৈঠকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও আলোচনা করা হয়েছে। পরে মহকুমাশাসক বলেন, শুক্রবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে প্রশাসনের তরফে সব রকম পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ওরফে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল সাতটা থেকে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ও স্কুলের সামনে পুলিশ মোতায়েন করা হবে। বোর্ডের তরফে পশ্চিম বর্ধমান জেলা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় এদিন জানান, এ বছর জেলায় মোট ২৮ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমায় মোট ৮৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ২২টি প্রধান কেন্দ্র বা মেন ভেনু রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৬১ জন মেয়ে এবং ১২ হাজার ৬০২ জন ছেলে রয়েছে। আসানসোল মহকুমার ৫২টি কেন্দ্রে ১৬ হাজার ৮১৯ জন এবং দুর্গাপুর বিভাগের ৩৩টি কেন্দ্রে ১১ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে। প্রসঙ্গতঃ, ২০২৩ সালে এই পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৬৩৭ জন। সেই দিক থেকে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পশ্চিম বর্ধমান জেলায় ৫ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী বেড়েছে।