সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল, চরম সমস্যায় পরীক্ষার্থীসহ অভিভাবকরা । জুতো হাতে করে নিয়ে খালি পায়ে হেঁটে আসতে হচ্ছে পরীক্ষার্থী সহ অভিভাবকদের। পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের কুকুরা অনিলাবালা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার হাফ কিলোমিটার মোরাম রাস্তা একেবারে বেহাল। গতকাল টানা বৃষ্টির জেরে একেবারে কাদাময় হয়ে উঠেছে এই মোরাম রাস্তাটি। রাধা বাজার থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার হাফ কিলোমিটার মোরাম রাস্তা একেবারে কাদাময়। যার ফলে এই রাস্তা দিয়ে যানবাহন সহ পায়ে হেঁটে যাওয়া মানুষরাও চরম সমস্যায় পড়ছেন। সমস্যায় পড়ছেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। শুক্রবার প্রথম পরীক্ষার দিনই পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের সুর পরীক্ষার্থীদের অভিভাবকদের গলায়। একে তো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল, তার উপরে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বসার কোন জায়গা এবং বাথরুমেরও ব্যবস্থা করা হয়নি। ফলে অভিভাবকরা চরম সমস্যায় পড়ছেন। যদিও বেহাল রাস্তার বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান যে রাস্তার অবস্থা সত্যিই বেহাল। এই রাস্তার টেন্ডার প্রক্রিয়া, ইতিমধ্যেই হয়ে গেছে, খুব শীঘ্রই এ রাস্তায় কাজ শুরু হবে।