এই বাংলায় ওয়েব ডেস্কঃ- তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বারা বঞ্চিত ২১ লক্ষ MGNREGA শ্রমিকদের মজুরি প্রদানের জন্য রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেছেন। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সারা বাংলার লক্ষ লক্ষ পরিবারকে সহায়তা করবে’।
রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন, “বাংলার ২১ লক্ষ শ্রমিক যাদের ন্যায্য টাকা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে আটকে রেখে দিয়েছিলেন আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে সেই তাদের বকেয়া টাকা আগামী ২১শে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবেন। এর আগে এই উদাহরণ কোনো রাজ্য করে দেখাতে পারেনি। এর থেকে প্রমাণিত যে বিজেপির যে নোংরা রাজনীতি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছে এবং আগামী দিনে লড়বে। টাকা বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা যাবে না এবং তার মুখকে বন্ধ করা যাবে না।”
তিনি আরো বলেন, “আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিলেন তার জন্য বাংলার মানুষ উচ্ছ্বসিত এবং গর্বিত। যিনি বাংলার মানুষের জন্য চিন্তা করেন তাদের জন্য কথা বলেন তার একটাই এজেন্ডা পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভাল থাকতে পারে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরে চলবে বাংলাকে বঞ্চিত, বদনাম করার বিরুদ্ধে চলবে। স্বাধীনতার সময় যেমন বাংলা পথ দেখিয়ে ছিল ঠিক তেমনি এইবার এই কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবেন।”
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন ঘোষণার পরে, রাজ্য জুড়ে MGNREGA কর্মীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে এবং গত তিন বছর ধরে মোদী সরকার তাদের ন্যায্য পাওনা আটকে রাখায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গ সরকার ২১ লক্ষ MGNREGA শ্রমিকদের অর্থ প্রদান করবে, যারা এই প্রকল্পের অধীনে কাজ করেছিল কিন্তু এখনও কেন্দ্র থেকে তাদের মজুরি পায়নি, ২১ ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অর্থ পেয়ে যাবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তাদের অন্যান্য সংগঠন তাদের আন্দোলন অব্যাহত রাখবে বাংলা বিরোধী বিজেপি। রাজ্যের ন্যায্য অধিকার মুক্তি না দেওয়া পর্যন্ত জনগণের অধিকারের লড়াই হিসাবে কলকাতার রেড রোডে বিক্ষোভ চলবে।