এই বাংলায় ওয়েব ডেস্কঃ- পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের আকাশ তরী ফাউন্ডেশন এক সামাজিক প্রতিষ্ঠান। যারা পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করে। শুধুমাত্র দানধ্যান করাই নয়, দুঃস্থ শিশুদের পড়ালেখায় ফ্রি কোচিং ক্যাম্প চালায়, সাথেই তারা কালচার প্রোগাম শেখায়।
গত ০৪/০২/২০২৩ বিকেলে কমলপুর জোড়াপুকুরের কমলাইতলায় মানবী যাদবের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন পরিবারের হাতে কম্বল বিতরণ করা হয়, সাথে কেক, মিস্টি প্রদান করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দাস, বিশিষ্ট সমাজসেবী শিখা মজুমদার, কবি সুতপা সেন, সীমা দত্ত, রফিকন্ঠী গায়ক প্রসেনজিৎ চক্রবর্তী, সুখদেব যাদব, গীতা মন্ডল, অসিত মন্ডল, গৌতম দে, জ্যোতি স্বর্ণকার,আশা দাস, শিউলি মন্ডল,পঙ্কজ দাস, সোমনাথ মন্ডল ছাড়া বহু বিশিষ্ট জনেরা।
মিঠুন ও লক্ষী যাদব তাদের সন্তানের জন্মদিনের দশম বর্ষপূর্তি উদযাপন করেন সমাজের মাঝখানে, এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর। এই বার্তা দিয়ে সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও কবি অভিজিৎ দাস। আগামী দিনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চক্ষুপরীক্ষা শিবির থেকে রক্তদান শিবির এবং সাথে সাথে বস্ত্রদান থেকে বয়স্ক নাগরিকদের পুজো পরিক্রমার মতো কর্মসূচি করার অঙ্গীকার করেন এই ট্রাস্টের সদস্যগণ।