সংবাদদাতা, আসানসোলঃ- নির্বাচন এখনো ঘোষণা হয়নি।আর নির্বাচন ঘোষণার আগেই কুলটিতে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন শুরু। শত্রুঘ্ন সিনহা কে লোভসভা ভোটে ভোট দেবার আবেদন জানিয়ে সোমবার কুলটি অঞ্চলে দেওয়াল লিখতে দেখা গেলো তৃণমূল কর্মীদের।
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে ছিলেন আসানসোলের বর্তমান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় মাঝপথে ইস্তফা দিয়ে তৃণমূলে যাওয়ায় সেখানে উপ নির্বাচন হয়েছিল।
বর্ধমান জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে শুক্রবার মমতার ধর্নাস্থলেই পার্শ্ব বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে লোকসভা ভোটে আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে ফের প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলনেত্রী। আসানসোলে লোকসভা নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন শত্রুঘ্ন সিনহা। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন।
এদিন এমআইএমসি ইন্দ্রানী মিশ্র জানান সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার সময় এত খাটতে হয় না।তাই লোকসভা ভোটে আমাদের সবারই পছন্দের প্রার্থী শত্রুঘ্ন সিনহা আরো বেশি ভোটে জয় করবে এটা আমাদের বিশ্বাস।