নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:– দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দুর্গাপুর পৌর নিগমের কর্তৃত্ব রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। বাম আমলের দীর্ঘ ৩৪ বছরের বঞ্চনা অভিযোগ ও নাগরিক পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ ছিল। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুর্গাপুর পৌর নিগমের কর্তৃত্ব চলে যায় তৃণমূল কংগ্রেসের হাতে । দ্রুততার সাথে মানুষকে নাগরিক পরিষেবা দিতে কোমর বেঁধে নেমে পড়েন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলাররা। দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের দৈনন্দিন সমস্যা গুলির সমাধানের জন্য তৎপরতা লক্ষ্য করা যায়। একের পর এক নতুন রাস্তা, পথ বাতি, পরিশুদ্ধ পানীয় জল ও বিভিন্ন পরিসেবা দিয়ে ইতিমধ্যেই শাসক দলের কব্জায় থাকা দুর্গাপুর নগর নিগম মানুষের মনে জায়গা করে নিয়েছে।
বছরখানেক আগেই দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে প্রশাসক মন্ডলী দিয়ে নাগরিক পরিষেবা প্রদান করার কাজ দ্রুত গতিতে চলছে। এখনো যেসব এলাকায় মানুষের সমস্যা রয়ে গিয়েছে তা দ্রুততার সাথে সমাধান করার লক্ষ্যে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে আজ থেকে শুরু হলোঅ’ডিএমসিকে বলো’ কর্মসূচি। এই অনুষ্ঠানটি আজ দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দুর্গাপুর শিল্পাঞ্চলে কর্মরত সকল সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া ও গণমাধ্যমের একাধিক ব্যক্তিরা সরাসরি এই অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীকে তাদের অভাব অভিযোগের কথা সরাসরি ফোন মারফত জানান। এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।
দুর্গাপুর নগর নিগম সাধারণ মানুষের পরিষেবা কথা মাথায় রেখে এই নতুন অভিনব পদ্ধতি চালু করলেন নগর নিগমের প্রশাসক মন্ডলী। ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এবার থেকে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্যদের কাছে। সমস্যার কথা জানানো মাত্রই দ্রুততার সঙ্গে তার সমাধান করবে দুর্গাপুর নগর নিয়ম কর্তৃপক্ষ বলে জানান দুর্গাপুর নগর নিগমের পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় । এদিন এক ঘন্টা সরাসরি ফোনের মাধ্যমে বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন পৌর প্রশাসক মন্ডলী সদস্যরা।এই অনুষ্ঠানটিতে অনিন্দিতা মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মন্ডলীর সদস্য ও সদস্যা দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব এবং রাখি তিওয়ারি।
দুর্গাপুর পৌর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি বলেন, “এবার থেকে প্রতি মাসের একটি দিনে, এক ঘন্টা করে তিনি সরাসরি দুর্গাপুর শিল্পাঞ্চলে বসবাসকারী সকল মানুষের অভাব অভিযোগ এবং কি কি পরিসেবা এখনো তারা পাচ্ছেন না সেসব গুলি জানার চেষ্টা করবেন এবং তা দ্রুততার সাথে সমাধান করার চেষ্টাও করবেন।” তিনি আরো বলেন, “দুর্গাপুর পৌরনিগম এলাকায় বসবাসকারী সকল মানুষ তার দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের অভাব অভিযোগের কথা লিপিবদ্ধ করে রাখলে তিনি তা দ্রুততার সাথে সমাধান করবেন এবং সঠিক সময়ে সঠিক পরিষেবা যাতে মানুষ পায় তার দিকে সতর্ক দৃষ্টি রাখবেন।” তিনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি (০৭০৭৪০৭০৭৭০) সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এদিন সাংবাদিকদের অনুরোধ করেন। এদিনের এই অনুষ্ঠানটিতে পৌর প্রশাসক মন্ডলীর চার গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন নগর নিগমের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং তারা সরাসরি মানুষের কথা ও অভিযোগ শুনে তার উত্তরও দেন। আগামী মাসে এই রকম আবার একটি অনুষ্ঠান হবে বলে এদিন জানান মাননীয় দুর্গাপুর নগর নিগমের মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি।