eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২৩ হাজার ৮৪০

পশ্চিম বর্ধমান জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২৩ হাজার ৮৪০

সংবাদদাতা আসানসোলঃ- শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪। মাধ্যমিকের মতো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে নির্বিঘ্নে করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রয়োজনীয় সব পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে। এদিকে, এই বছরের মাধ্যমিক পরীক্ষার মতো পশ্চিম বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলে (ছাত্র) পরীক্ষার্থীর তুলনায় মেয়ে (ছাত্রী) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ বেশি। এবারে পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী ২৩,৮৪০ জন। তার মধ্যে মোট নিয়মিত পরীক্ষার্থী ২২,১৪৪ জন। মোট সিসি পরীক্ষার্থী ১,৪০৯ জন। মোট স্পেশাল পরীক্ষার্থী ২৮৭ জন। তার মধ্যে ছেলে পরীক্ষার্থী ১০, ৪৭৮ জন। মেয়ে পরীক্ষার্থী ১৩,৩৬২ জন। আসানসোল মহুকুমায় মোট ছেলে পরীক্ষার্থী রয়েছে ৬, ০৩৯ জন।একইভাবে মেয়ে পরীক্ষার্থী রয়েছে ৭, ৯২৬ জন। আসানসোল মহকুমায় সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩, ৯৫৫ জন। অন্যদিক, দূর্গাপুর মহকুমায় মোট ছেলে পরীক্ষার্থী ৪, ৪৪৯ জন ও মেয়ে পরীক্ষার্থী ৫, ৪৩৬ জন। দূর্গাপুর মহকুমায় সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ৯,৮৮৫ জন। এদিকে, পশ্চিম বর্ধমান জেলায় মোট প্রধান ভেন্যু ১৮ টি। মোট উপ-ভেন্যু ৮৯ টি। আসানসোল মহকুমায় মোট প্রধান ভেন্যু ৯টি ও মোট উপ-ভেন্যু ৫৫ টি। দূর্গাপুর মহকুমায় মোট প্রধান ভেন্যু ৯ টি ও মোট উপ-ভেন্যু ৩৪ টি। দুর্গাপুর মহকুমার ৩৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৮৫। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৪৯ আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৩৬।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments