সংবাদদাতা কাঁকসা:- এবার দূষণের প্রতিবাদে আন্দলনে নামলেন কংগ্রেস কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা থেকে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ তুলে কাঁকসার বিভিন্ন প্রান্তের মানুষের সই সংগ্রহ করে কাঁকসা ব্লকের বিডিওর দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা ও কর্মীরা।
গত কয়েকমাস ধরে ওই বেসরকারি কারখানা থেকে কাঁকসার বিভিন্ন এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়ানোর ফলে সমস্যায় পড়েছেন কাঁকসার মানুষেরা। এরই প্রতিবাদে শুক্রবার দুপুর ১২টা নাগাদ কাঁকসার বিডিও র কাছে ডেপুটেশন জমা দিলেন কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেসের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি পুরব বন্দোপাধ্যায়, জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা, ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল সভাপতি সফিকুল রহমান সহ অন্যান্যরা। বিডিওকে ডেপুটেশন দেওয়া হলে কাঁকসার বিডিও এই বিষয়ে তাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব বন্দোপাধ্যায় ।