eaibanglai
Homeএই বাংলায়৩৫ ফুটের সরস্বতী প্রতিমা নছিপুরের কিশোর সংঘে

৩৫ ফুটের সরস্বতী প্রতিমা নছিপুরের কিশোর সংঘে

সঙ্গীতা চ্যাটার্জী:- সরস্বতী পুজো মানে এমনিতেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে আর এই বছর খুব কাকতালীয়ভাবে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পরেছিলো। স্বাভাবিক ভাবেই ইংরেজি ও বাংলা দুটো ভ্যালেন্টাইনস ডে মিলেমিশে এক হয়ে যাওয়ায় কপোতকপোতীরা সবাই ভিড় করেছিলেন একসাথে সব স্কুল ,কলেজে ও পার্কে। হুগলির তারকেশ্বর স্টেশন চত্বর দেখলে যেন মনে হচ্ছিল সর্ষের ক্ষেত, যেদিকেই চোখ যায় হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরে প্রেমিক প্রেমিকার দল ছুটে যাচ্ছিল হাওয়ার গতিতে‌। তারকেশ্বরে অলিতে গলিতে,পাড়ায়, স্কুলে প্রচুর সরস্বতী ঠাকুর হয়েছিলো তবে এই বছর নজর কেড়েছিল তারকেশ্বরের নছিপুরের কিশোর সংঘ। এই বছর সেখানে দেখা গিয়েছিলো ৩৫ ফুট উচ্চতা সম্পন্ন সরস্বতী প্রতিমা।

এত উচ্চতা বিশিষ্ট এই সরস্বতী ঠাকুর দেখতে তাই স্বাভাবিকভাবে ভিড় করেছিলেন প্রচুর মানুষ। কেমন হয়েছিল কিশোর সংঘের সেই সরস্বতী প্রতিমা? চলুন দেখে নিই তার এক ঝলক।
তারকেশ্বরের সব থেকে বড় ৩৫ ফুট এই সরস্বতী প্রতিমা করা হয়েছিলো নছিপুর দি কিশোর সংঘের পরিচালনায় ও এই পুজো উপলক্ষে নছিপুর সিদ্ধিবাগান মাঠে বসেছিলো বিশাল মেলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments