সংবাদদাতা আসানসোল:- আগামী ২৫শে ফেব্রুয়ারী লোন মেলার শুরু করতে চলেছে আসানসোল এস বি আই শাখা। একদিনের জন্য এই মেলার আয়োজন।কিভাবে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত নিজেদের বাড়ি তৈরি বা কেনার ক্ষেত্রে লোন পাবেন। এই বিষয়ে মঙ্গলবার বি এন আর নিকট এস বি আই ব্যাংকে এক সাংবাদিক সম্মেলন করে রিজিওনাল ম্যানেজার আনন্দ কুমার এবং অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার অনুপ কুমার মন্ডল।
মঙ্গলবার দুপুরে তিনি জানান, ভারতের সবথেকে বেশি হোম লোন দিয়েছে। মানুষের মধ্যে হোম লোন নেওয়ার প্রচুর প্রশ্ন আছে কোথায় গিয়ে পরামর্শ নেবে। হোম লোনের বিষয়ে মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৫ তারিখে হোম লোন মেলা করার আয়োজন করা হয়েছে। এই মেলায় মানুষটা বুঝতে দেখতে পারবে কি কি কাজ চলছে। সমস্ত প্রশ্নের উত্তর পাবে। শুধু আসানসোল নয় আসানসোলের পার্শ্ববর্তী এলাকা ও অন্য জেলা থেকেও বাড়ি নির্মাতাদের নিয়ে আসা হবে।