সঙ্গীতা চ্যাটার্জী:- অনেক সময় দেখা যায় যে, আমাদের খুব নিকট আত্মীয় অথবা খুব কাছের কোন মানুষের মৃত্যুর পর আমরা ঘনঘন তাকে স্বপ্নে দেখি। অনেকে মৃত আত্মীয় পরিজনকে স্বপ্নে দেখে ভয় পেয়ে যান, অনেকে ভাবেন তারা কষ্টে আছেন, অনেকে আবার মৃত আত্মীয়-স্বজনকে স্বপ্নে দেখবার পর বুঝবার চেষ্টা করেন যে এই স্বপ্নের অর্থ কী ? সত্যি কি মৃত ব্যক্তিদের বারংবার স্বপ্ন পাওয়ার পেছনে কোন গূঢ় অর্থ আছে ? নাকি সবটাই নিছক কল্পনা। অনেক সময় দেখা যায় আমাদের কাছের কোন মানুষের কথা সারাদিন ভাবলে তাকে আমরা স্বপ্নে দেখি কিন্তু অনেক সময় দেখা যায় কোনরকম ভাবনা-চিন্তা ছাড়াই কোন একজন মানুষ আমাদের স্বপ্নে চলে আসে এবং স্বপ্নে এসে কোনো কিছু ইঙ্গিত দিয়ে যায়। আপনার কোন মৃত আত্মীয় স্বজনের স্বপ্ন যদি আপনিও দেখে থাকেন তাহলে ভয় পাবেন না, কখনো কখনো এমনটাও হতে পারে এই স্বপ্নের কোন অর্থ রয়েছে। হ্যাঁ আজকের লেখাতে সেই প্রসঙ্গই আমি বলবো।
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে একবার এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে,“বাবা দেহত্যাগ করেছেন ৫মাস হল। ছেলে তাকে ২দিন স্বপ্নে দেখেছে। স্বাভাবিক ভাবে কথা বলেছে। পরে দাদুর ঘর থেকে এক চিঠি পায় যা অন্যরা আগে খুঁজেও পায়নি। এর কী অর্থ ?” তার উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছিলেন যে,“এমন হয়। কোনো-কোনো প্রয়াত আত্মা মৃত্যুর পরে নিজের বাড়িতে ফিরে এসে লোকদের সাহায্য করতে চান। আপনার ছেলে স্বপ্নে তাকে দুঃখিত না দেখলে এর অর্থ তিনি আপাতত ভাল আছেন। স্বপ্নে আপনার বাবা যা বলেছেন এবং চিঠির বিষয়বস্তু, এ দুয়ের মধ্যে কিছু মিল আছে কি? কোনো কথা বা বিষয় যা common ? থাকলে হয়তো সেদিকে তিনি ইঙ্গিত করছেন। এই ইঙ্গিত ধরতে পারলে আপনারা বুঝতে পারবেন তিনি কী বলতে চাইছেন। এতে ভয় পাবেন না। দেখুন এমন ঘটনা ঘন-ঘন হচ্ছে কিনা। না হলে এড়িয়ে যান। আর প্রায়ই হলে চেষ্টা করুন বুঝতে তার ইঙ্গিত। পরে সকাল সন্ধ্যা সাধনার পর তার আত্মার শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।”