eaibanglai
Homeএই বাংলায়সকলের জন্য শিক্ষা ও বিজ্ঞান চেতনা প্রসারে সাংস্কৃতিক জাঠা

সকলের জন্য শিক্ষা ও বিজ্ঞান চেতনা প্রসারে সাংস্কৃতিক জাঠা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:- ‘সকলের জন্য শিক্ষা ও বিজ্ঞান ভাবনার প্রসার, ধ্বংস হোক শিক্ষাবিরোধী ও বিজ্ঞান ভাবনা বিরোধী নীতি’- এই বক্তব্যকে সামনে রেখে গত ২১ শে ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে সাংস্কৃতিক জাঠা, চলবে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত। লক্ষ্য দেশব্যাপী প্রচার অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে একত্রিত করা। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে পূর্ব বর্ধমানের গুসকরায় শুরু হয়েছে এই জাঠা।

সাংস্কৃতিক জাঠার বক্তব্য গুসকরাবাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে গত ২৫ শে ফেব্রুয়ারি গুসকরা আঞ্চলিক শাখার উদ্যোগে এই সচেতনতা র‍্যালি বের হয়। জাঠার বক্তব্য সমৃদ্ধ প্লাকার্ড হাতে নিয়ে র‍্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন দেবেন্দ্রনাথ সাধু, বাণী সামন্ত, বিষ্ণুপদ সিনহা, রতন বসু, সোনা কর্মকার, অমল দাস প্রমুখ।

অমল দাস বলেন – শিক্ষা ভিক্ষা নয়, শিক্ষা আমাদের অধিকার – এই দাবি পূরণের বার্তা সমস্ত শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই অভিযান শুরু করেছি। আশাকরি সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে। কারণ এই দাবি সমস্ত শ্রেণির মানুষের দাবি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments