সংবাদদাতা, হুগলি:- একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, ভিত্তি স্থাপন ও একাধিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজ তিনি কলকাতা সহ হুগলির আরামবাগে একটি জনসভা করবেন । আজ বিকেল ৪টেই প্রধানমন্ত্রীর জনসভা হবার কথা আছে আরামবাগে। মাননীয় প্রধানমন্ত্রী আজ রাত্রে রাজভবনে রাত্রিযাপন করবেন বলে সূত্র মারফত জানা গেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সকল কর্মী, নেতা ও সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উল্লাস ও তৎপরতা লক্ষ্য করা গেছে।
সুত্র মারফত জানা গেছে প্রায় ২২ হাজার কোটি টাকার উন্নয়নের প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন রাজ্যে প্রধানমন্ত্রী । পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের দ্বিতীয় পর্যায়ের ভিত্তি স্থাপন করবেন বলে জানা গেছে। হলদিয়া থেকে বারাওনি অবধি যে অপরিশোধিত তেলের পাইপ লাইনের কাজ শুরু হয়েছে তা উদ্বোধন করবেন দেশকে শক্তিশালী করতে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জির বন্দরে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী রেল, রাস্তা, এলপিজি সাপ্লাই, ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আজ উদ্বোধন, ভিত্তি স্থাপন করবেন রাজ্যে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সমস্ত চাষীদের কথা মাথায় রেখে অত্যাধুনিক ডিজিটাল ডাটাবেস তৈরি করার যে প্রকল্প শুরু করেছেন “১৯৬২ ফার্মারস অ্যাপ” ভারত পশুধন’র উদ্বোধন করবেন। সূত্র মারফত জানা গেছে প্রধানমন্ত্রী ১লা মার্চ ও ২য় মার্চ পশ্চিমবঙ্গ ও বিহার সফরে আসছেন।