শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- পাতা ঝরার মরশুমে শুশুনিয়া পাহাড়ে ফের আগুন লাগলো। শুক্রবার সন্ধ্যা থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পাহাড়ে আগুন লাগার কারণে বন্যপ্রাণ ও বনজ সম্পদ এর ক্ষতির আশঙ্কা থাকছে। আজ সন্ধ্যা ৫ টা নাগাদ বনদপ্তরে পাহাড়ে আগুন লাগার খবর পৌঁছাতেই ছাতনা বনদপ্তরের কুড়িজনের টিম পৌঁছে যায় শুশুনিয়া পাহাড়ের বড়চূড়ায়। প্রতিবছরেই শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার কারণে উদ্বিগ্ন বনদপ্তরেও। লাগাতার প্রচার অভিযান চালানো হলেও মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস। তবে টানা দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন বনকর্মীরা। কি কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে বলে জানান ছাতনা ফরেষ্ট রেঞ্জ আধিকারিক।