এই বাংলায় ওয়েব ডেস্ক:- আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভা, প্রশাসনিক বৈঠক ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দুদিনের বঙ্গ সফর নিয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক বৈঠক,জনসভা ও জনমুখী প্রকল্পগুলি উদ্বোধন করে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জনগণকে একজোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দুদিনের বঙ্গ সফরে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেন রাজ্যে। প্রথমটি হয় আরামবাগে ও দ্বিতীয়টি হয় কৃষ্ণনগরে।
প্রধানমন্ত্রী ২ রা মার্চ শনিবার বিকেলে বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা দেন অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর শেষ হতেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে সর্বভারতীয় স্তরে বিজেপির ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রাজ্যের জন্য প্রথম পর্যায়ে ২০ জনের নাম প্রকাশ করা হয়েছে। রাজ্যে বিজেপির প্রার্থী তালিকায় তেমন কোন বিশেষ চমক না থাকলেও সব থেকে বড় চমক রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের। সেখানে বিজেপি তাদের প্রার্থী হিসেবে বিখ্যাত ভোজপুরী গায়ক পাবন সিং কে নামাঙ্কিত করেছেন। রাজনৈতিক ওয়াকিবহুল মহল বলছে আসানসোলের লোকসভা কেন্দ্রটি অবাঙালি অধ্যুষিত বলে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিত্র তারকা ‘বিহারী বাবু’ শত্রুগান সিনার বিরুদ্ধে আরেক ‘বিহারী বাবু’ পবন সিং কে মাঠে নামানো হয়েছে।
বিজেপি প্রার্থী পবন সিং হলেন একজন ভারতীয় গায়ক, সুরকার, অভিনেতা এবং স্টেজ পারফর্মার। তিনি ভোজপুরি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার কাজের জন্য পরিচিত। তিনি ব্যাপকভাবে ভোজপুরি চলচ্চিত্র শিল্পের অন্যতম সেরা গায়ক হিসেবে বিবেচিত। তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন পর্দার আড়ালে কাজ করার মাধ্যমে, সঙ্গীতানুষ্ঠানে হারমোনিয়াম বাজিয়ে। আসানসোল শিল্পাঞ্চলের মানুষ এই দুই বিহারী বাবুর লড়াই কে জিতবেন তা দেখার অপেক্ষায়।
রাজ্য বিজেপির যে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাদের নামের তালিকা নিচে দেওয়া হলঃ-
পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা
কোচবিহার – শ্রী নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার – শ্রী মনোজ টিগ্গা
বালুরঘাট – ড. সুকান্ত মজুমদার
মালদা উত্তর – শ্রী খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর – ড. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ – শ্রী গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট – শ্রী জগন্নাথ সরকার
বনগা – শ্রী শান্তনু ঠাকুর
জয়নগর – শ্রী অশোক কান্ডারী
যাদবপুর – ড. অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া – ড. রথীন চক্রবর্তী
হুগলি – শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়
কাঁথি – শ্রী সৌমেন্দু অধিকারী
ঘাটাল – শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া – শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া – ড. সুভাষ সরকার
বিষ্ণুপুর – শ্রী সৌমিত্র খাঁ
আসানসোল – শ্রী পবন সিং
বোলপুর – শ্রীমতী প্রিয়া সাহা