eaibanglai
Homeএই বাংলায়ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ চারমাত্রা স্বেচ্ছাসেবী সংস্থার

ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ চারমাত্রা স্বেচ্ছাসেবী সংস্থার

সঙ্গীতা চৌধুরী: – ‘মানুষ মানুষের জন্য’-এই কথাটুকু আমরা ক’জনই বা মনে রাখতে পারি?যারা মনে রাখতে পারেন তারাই এই সমাজের বুকে নতুন কিছু হয়ে উঠতে পারেন, মানুষের মধ্যে তৈরি করতে পারেন, এক নতুন উদাহরণ! শেওড়াফুলির একটি সংস্থা ‘চার মাত্রা, হাসি ফোটানোর পথে’ ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। সম্পূর্ণ প্রচার বিমুখ এই সংস্থা নীরবেই মানুষের কল্যাণে অসংখ্য কাজ করে চলেছেন প্রত্যেকটা মুহূর্তে, সেরকমই তাদের মানব সেবায় নিয়োজিত একটি কাজ আজ চোখে পড়ে যায় আমাদের প্রতিনিধির।

মার্চের ৩ তারিখ,রবিবার চারমাত্রা সংস্থার উদ্যোগে ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা‌ হয়, চারমাত্রা কার্যালয়ের পাশে এই অনুষ্ঠানটি করা হয়েছিলো। নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী অবধি ছাত্র ছাত্রীদের হাতে বই, খাতা, পেন,স্কেল,পেন্সিল,রাবার,কলছুলা,পেন্সিলবক্স ইত্যাদি দেওয়া হয়। এক্ষেত্রে ছাত্র ছাত্রীদের চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

কাউকে দেওয়া হয় বই,কাউকে বা ব্যাগ,কেউ আবার পায় জ্যামিতি বক্স, কেউ খাতা, কাউকে আবার তার দরকার বুঝে শিক্ষা প্রয়োজনীয় এই সমস্ত জিনিসই বিতরণ করা হয়। শেওড়াফুলি আশেপাশে থাকা ছাত্র ছাত্রীদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ক্লাস অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ছাত্র ছাত্রীদের হাতে একটি করে সুন্দর ঘড়ি উপহার দেওয়া হয়। চারমাত্রা মেম্বার ও শুভাকাঙ্খীদের আশীর্বাদ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক চার মাত্রার সম্পাদক মহাশয় কে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“২০১৮ সাল থেকে চারমাত্রা বিভিন্ন রকম ভাবে সমাজসেবা কাজ ও মানুষের হাসি ফোটানোর সেবায় ব্রত। আগামীদিনেও আরও বেশি করে মানুষের মুখে হাসি ফোটানো কাজ অবশ্যই করবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments