সংবাদদাতা, আসানসোল:- মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে, মঙ্গলবার আর্য সমাজ আসানসোল এবং আর্য সমাজ পরিচালিত তিনটি বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আর্য কন্যা বিদ্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়েছিল। আর্য কন্যা, ডিএভি এবং দয়ানন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেয়। আর্য কন্যা বিদ্যালয় ক্যাম্পাস থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এর আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আর্যসমাজ আসানসোল পরিচালিত তিনটি স্কুলের সেক্রেটারি জগদীশ প্রসাদ কেদিয়া, তিনটি স্কুলের সভাপতি নাথমল শর্মা, জগদীশ শর্মা, নন্দ কিশোর আগরওয়াল, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বরো চেয়ারম্যান রাজেশ প্রমুখ। তিওয়ারি, আসানসোল চেম্বার অফ কমার্স সেক্রেটারি শম্ভুনাথ ঝা, আর্য সমাজ আসানসোল মন্ত্রী মনোজ কুমার কেদিয়া, মহাবীর স্থান সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মা, বিজয় শর্মা, দয়ানন্দ বিদ্যালয়ের শিক্ষক ইনচার্জ নারায়ণ পাসওয়ান, ডিএভি শিক্ষক ইনচার্জ উপেন্দ্র কুমার সিং, উর্মিলা ঠাকুর, উপস্থিত ছিলেন আর্য কন্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইনচার্জ, সিপিআই যুব নেতা হেমন্ত মিশ্র এবং তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ২০০বছর আগে দয়ানন্দ সরস্বতী শিক্ষার গুরুত্ব বুঝে সবাইকে শিক্ষিত হতে বলেছিলেন।
দয়ানন্দ সরস্বতী বলেছিলেন যে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁর কথা ২০০বছর পরেও আজও প্রাসঙ্গিক। তিনি জগদীশ প্রসাদ কেডিয়ার প্রশংসা করে বলেন, তিনি যেভাবে এই এলাকায় শিক্ষার প্রসারের উদ্যোগ নিয়েছেন। তার যথেষ্ট প্রশংসা করা যায় না। গুরুদাস চ্যাটার্জিও আজকের গুরুত্বের উপর আলোকপাত করেছেন এবং বলেছেন যে আজকের দিনটি ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দয়ানন্দ সরস্বতীর মতো একজন মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছিল, যিনি সমাজে মৌলিক পরিবর্তন এনেছিলেন। জগদীশ প্রসাদ কেদিয়া বলেন, দয়ানন্দ সরস্বতীর অবদান থেকে বোঝা যায় যে তার ২০০ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার প্রধান হলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, দয়ানন্দ সরস্বতীর পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা বিস্তারে সবাইকে নিজ নিজ স্তরে অবদান রাখতে হবে। এই শোভাযাত্রায় তিনটি বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। আর্য সমাজ আসানসোল মহর্ষি দয়ানন্দ সরস্বতী জির ২০০ তম জন্মবার্ষিকী স্মরণে কলকাতা আর্য সমাজ আয়োজিত অনুষ্ঠানের জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছে।