eaibanglai
Homeএই বাংলায়৭০ লক্ষ টাকায় শীততাপনিয়ন্ত্রিত কমিউনিটি হল

৭০ লক্ষ টাকায় শীততাপনিয়ন্ত্রিত কমিউনিটি হল

সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ- ৭০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কমিউনিটি হলের উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। মঙ্গলবার এক অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের ফুলবাগানে এই নতুন কমিউনিটি হলেট উদ্বোধন হয়। পান্ডবেশ্বর খনি এলাকায় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অভাব ছিলো। এতদিন পরে সেই অভাব পূরনে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। এদিনের অনুষ্ঠানে সাংসদ শত্রুঘ্ন সিনহা, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ ফিতে কেটে কমিউনিটি হলের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য রমা রুইদাস, পূর্ত কর্মাধক্ষ্য কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। জানা গেছে, এমপি ল্যাড বা সাংসদ তহবিলের ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে।
সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, পাণ্ডবেশ্বরের বাসিন্দারা আমাকে যে আশীর্বাদ দিয়েছেন তা অপূরণীয়। তাই পাণ্ডবেশ্বরের উন্নয়নে প্রতিটা মুহূর্তে আমি যোগ দিতে চাই।
অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বরের মানুষ যেমন তাকে এক-তৃতীয়াংশ ভোটে লিড দিয়েছিলেন। তাই তিনি তার প্রতিটা মুহূর্ত পাণ্ডবেশ্বরের উন্নয়নে সামিল হয়েছেন। আগামী দিনেও পাণ্ডবেশ্বরের উন্নয়নে সর্বক্ষেত্রে সাহায্য করবেন সাংসদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments