eaibanglai
Homeএই বাংলায়কলকাতার টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঁকুড়ার মৌসুমী

কলকাতার টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঁকুড়ার মৌসুমী

সংবাদদাতা, বাঁকুড়া: বাঁকুড়া থেকে কলকাতার টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা চাট্টি খনি কথা নয়। তবে সেই কাজটাই করে দেখিয়েছেন বাঁকুড়ার মৌসুমী চ্যাটার্জী। ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে “ও অভাগী” চলচিত্রটি। এই চলচ্চিত্রে বাঁকুড়ার নতুনচটির বাসিন্দা মৌসুমী চ্যাটার্জী একক সঙ্গীত পরিচালক হিসেবে ভূমিকা পালন করেছেন। এই চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁকুড়ার সুব্রত দত্ত। মৌসুমী চ্যাটার্জী জানান, ছোট বেলায় বাবার হাত ধরে গান শিখতে যাওয়া থেকে শুরু হয় এই অভিযান। তারপর ধীরে ধীরে গানের প্রতি ভালোবাসার টানেই এগিয়ে গেছেন তিনি।

আগেও ছোট খাটো মিউজিক অ্যালবাম ছাড়াও, কয়েকটি জনপ্রিয় মিউজিক প্রোডাকশন হাউজের হয়ে কাজ করেছেন মৌসুমী চ্যাটার্জী। এছাড়াও ওয়েব সিরিজ এবং ও টি টি প্লাটফর্মে কাজ করেছেন তিনি। রূপঙ্কর বাগচী, সিদ্ধার্থ সিধু রায় এবং লোপা মুদ্রা মিত্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাঁকুড়ার মৌসুমী চ্যাটার্জির। বাঁকুড়া শহরের নতুনচটির বাসিন্দা ছিলেন মৌসুমী, পড়াশোনা বাঁকুড়া গার্লস হাই স্কুল থেকে। বর্তমানে কর্ম এবং পারিবারিক সূত্রে কলকাতায় বসবাস করেন তিনি।

বাঁকুড়া থেকে বাংলা সিনেমার জগতে প্রবেশ করার অভিযান কেমন ছিল জানতে চাওয়ায় মৌসুমী চ্যাটার্জী জানান, এই অভিযান ছিল কঠিন পরিশ্রমে মোড়া। কোনও রকম রেফারেন্স ছাড়াই টালিগঞ্জের চাকচিক্যের জগতে জায়গা তৈরি করতে লেগেছে সময় এবং শ্রম। বাঁকুড়া থেকে টালিগঞ্জে গিয়ে “ও অভাগী”তে একক মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করা বাঁকুড়ার মৌসুমী চ্যাটার্জী উঠতি যুবক যুবতীদের অনুপ্রেরণা দেবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments