eaibanglai
Homeএই বাংলায়দোলের সরঞ্জাম উপহার ইসলামপুরে

দোলের সরঞ্জাম উপহার ইসলামপুরে

সঙ্গীতা চ্যাটার্জী:-  গত ২৪ শে মার্চ রবিবার, ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি দোল নিয়ে এক ব্যতিক্রম ভাবনা ভাবলো। দোল উপলক্ষে তারা ইসলামপুর শহর লাগোয়া বিহার রাজ্যের বদলির হাটে গিয়ে সেখানকার গ্রামের কচি কাচা শিশুদের হাতে রং,পিচকারি, আবির ও সাবান তুলে দিলো- যাতে তারা দোল উৎসবে মেতে উঠতে পারে। হঠাৎ এইসব রঙের জিনিস পেয়ে খুশি হয়ে উঠলো মুন্নি, পিঙ্কি, বাবলু ও রাজুরাও।

এই সোসাইটির সদস্যরা অর্থাৎ সুদেষ্ণা,সঞ্চিতা, আর্চি ও ত্রিকেশ কচিকাঁচাদের হাতে তুলে দিলো রঙের বিভিন্ন আবির। তাদের কথায়, দারুন ভালো লাগলো ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। এই সোসাইটির সভাপতি বাপন দাস এই প্রসঙ্গে বলেন,“ আমরা সব সময় একটু অন্যরকম ভাবনা ভাবি তাই আজ বিহার রাজ্যে এসেছি।” বিহারের সুনিতা গুপ্তা ও পঙ্কজ পাহান সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যে,“ আমাদের গ্রামে প্রথম কোনো সোসাইটি বসন্তের এই আনন্দ ভাগ করে নিলো।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments