সংবাদদাতা, বাঁকুড়া : “বিষ্ণুপুর টেরাকোটা শহরের ধ্রুপদী বসন্ত” পোড়ামাটির হাট যেন হয়ে উঠল এক টুকরো শান্তি নিকেতন ।
“বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে” শিল্পীর এই কথা বাস্তবে রূপায়িত হল মন্দির নগরীর শহর বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এর উদ্যোগে মন্দিরের কোলে পোড়ামাটির হাটে শুরু হয়েছে “টেরাকোটা শহরে ধ্রুপদী বসন্ত” এদিন সকালেই শহরের যদুভট্ট মঞ্চ থেকে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে যুবক যুবতী, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা রবি ঠাকুরের গানে নৃত্যে করে প্রভাত ফেরীর মধ্য দিয়ে রেলি গিয়ে পৌঁছায় পোড়ামাটির হাটে । সেখানে রয়েছে দিনভর সংস্কৃতি অনুষ্ঠান নাচ-গান রং খেলা আবির খেলা। পোড়ামাটির হাটকে ঠিক যেন রূপায়িত করা হয়েছে এক টুকরো শান্তি নিকেতনে। আনন্দ উৎসবে ভরপুর পোড়ামাটির হাটে যেন এখন শুধুই রংবেরঙের আবির খেলায় মেতে উঠেছে পর্যটক থেকে শুরু করে এলাকার মানুষজন।