সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল জেলা হাসপাতালে প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগে বিড়ালের উপদ্রবে আতঙ্কিত প্রসূতি এবং শিশুর পরিবারের আত্মীয়স্বজন। জেলা হাসপাতালের প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগে আনুমানিক ২৫/৩০ টা বিড়ালের অবাধ বিচরণ বিভাগের কর্তব্যরত সিষ্টার থেকে আরম্ভ করে কর্মীরা তাদের আদর করে খাবার দিয়ে থাকে। হাসপাতালে ভর্তি রুগীরাও তাদের উচ্ছিষ্ট বিড়ালদের দিয়ে থাকে এবং অনেক সময় খাবার না পেলে রুগীদের খাবার জোর করে খেয়ে নেয় বাধা দিতে গেলে বিড়ালরা নখ দিয়ে আঁচড়ে দিয়ে থাকে। শুক্রবার সকালে প্রসূতি বিভাগে এক গর্ভবতী মাকে বিড়াল নখ দিয়ে আঁচড়ে দেবার পর তড়িঘড়ি কর্তব্যরত নার্স তাকে প্রতিষেধক দেওয়া করে। হাসপাতালের এক কর্মী জানায় শুধু প্রসূতি বিভাগে ২৫ টার মতো বিড়ালের অবাধ বিচরণ। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা অস্বীকার করে অন্যদিকে সুপার স্পেশালিটি হাসপাতালে বিড়াল শূন্য থাকে।