eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় আর্ট একাডেমির বাৎসরিক অনুষ্ঠান

বাঁকুড়ায় আর্ট একাডেমির বাৎসরিক অনুষ্ঠান

সৌমী মন্ডল, বাঁকুড়া:- সম্প্রতি স্থানীয় সবুজ সংঘ ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ার জঙ্গলমহলের ‘কালি রং তুলি’ আর্ট একাডেমির উদ্যোগে আয়োজিত ‘অঙ্কন রত্ন’ ও ‘হস্তাক্ষর অন্বেষণ’ প্রতিযোগিতায় বিজয়ী ১৬৫ জন ছাত্রছাত্রীর হাতে রৌপ্য পদক ও চারজন ছাত্রছাত্রীর হাতে স্বর্ণ পদক তুলে দেওয়া হয়। তাদের হাতে পদকগুলি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নন্দন ঘর, অল বেঙ্গল আর্ট সোসাইটির অনির্বাণ রাণা, চিত্রশিল্পী চন্দন রায়, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, শিক্ষক পতিত পাবন ঘোষ, তপন দুলে, মুচিরাম দুলে, মুকুল বিকাশ মহাপাত্র, চিত্রশিল্পী ও শিক্ষক শান্তনু লোহার, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক শ্রীকান্ত লোহার প্রমুখ।

‘কালি রং তুলি’ আর্ট একাডেমির প্রধান শিক্ষক কালিচরণ দুলে এবং অন্য দুই শিক্ষক মিলন সহিস ও তারকনাথ ধীবর জানান- স্থানীয় ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য প্রতি বছর আর্ট একাডেমীর উদ্যোগে ও অল বেঙ্গল আর্ট সোসাইটির সহযোগিতায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে। দিন দিন যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে চলেছে তাতে অনুমান করা যায় প্রতিযোগিতাটি সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে।

প্রসঙ্গত ‘ভারতকলা’ কেন্দ্রের উদ্যোগে এবং বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মুচিরাম দুলের তত্ত্বাবধানে একইদিনে স্থানীয় কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠে আরও একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানেও শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments