সংবাদদাতা, বাঁকুড়াঃ- ‘ধর্ম যার যার উৎসব সবার’ মহামন্ত্রকে সামনে রেখে আসন্ন ঈদ উৎসবের আগে ‘বস্ত্র উপহার কর্মসূচী’ বিশিষ্ট সমাজসেবী শেখ বাপির। রবিবার তাঁর পক্ষ থেকে তালডাংরার লদ্দা গ্রামে একটি অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে সমাজসেবী শেখ বাপি ছাড়াও উপস্থিত ছিলেন গৃহশিক্ষক রাকেশ ঘোষ, ব্যবসায়ী কৌশিক পরামানিক, শেখ মেরাজুল, শেখ সিরাজুল, শেখ মোজাম্মেল, শেখ রাজেশ সহ অন্যান্যরা।
স্থানীয় সূত্রে খবর, সমাজসেবী শেখ বাপি উৎসব, অনুষ্ঠান থেকে সুখে, দুঃখে বছরভর এলাকার জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে থাকেন। নিজের সাধ্যমতো শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বস্ত্র উপহার দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকেন তিনি।