সঙ্গীতা চ্যাটার্জী (তারকেশ্বর): নবরাত্রির দিন ৯-১৭ এপ্রিল রাশি অনুযায়ী কতগুলি জিনিস আছে যেগুলি মাকে নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষ শ্রী পঙ্কজ শাস্ত্রী মহাশয় এই প্রসঙ্গে বলেছেন যে,“মেষ, সিংহ, ধনু রাশির লোকেরা মন্দিরে গাওয়া ঘি অর্পণ করুন। বৃষ,কন্যা, মকর রাশির লোকেরা মন্দিরে সাদা রঙের ফুল অর্পণ করুন। মিথুন,তুলা,কুম্ভ রাশির লোকেরা মন্দিরে ঘি এর প্রদীপ জ্বালিয়ে আসুন।
কর্কট,বৃশ্চিক,মীন রাশির লোকেরা মন্দিরে সাধ্য মতো চাল অর্পণ করুন।”
এরপর আমরা পঙ্কজ শাস্ত্রী মহাশয় কে জিজ্ঞেস করি যে, এমন অনেক মানুষ আছে যারা নিজেদের জন্ম সময় ঠিকমতো লিপিবদ্ধ করে রাখতে পারেননি সেক্ষেত্রে তারা নিজেদের রাশি জানেন না সে ক্ষেত্রে তাদের কী করনীয়? এই প্রসঙ্গে পঙ্কজ শাস্ত্রী আমাদের বলেন যে, “নবরাত্রির দিন যাঁরা নিজের রাশি জানেন না, তাঁরা দুটি কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়া যাবে।
১. একটা লাল সুতো নিয়ে ৯টা জবা ফুল দিয়ে মালা তৈরি করে মাকে অর্পণ করুন।
২. একটা লাল সুতো নিয়ে ৯টা লবঙ্গ দিয়ে মালা তৈরি করে মাকে অর্পণ করুন।”