eaibanglai
Homeএই বাংলায়নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় মায়ের কী করবেন?

নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় মায়ের কী করবেন?

সঙ্গীতা চ্যাটার্জী (তারকেশ্বর): ১২ই এপ্রিল ২০২৪ নীল ষষ্ঠী। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় কত কিছু করেন। নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় এক মা কী করবেন? এই বিষয়ে কথা বলতে আমরা শরণাপন্ন হয়ে ছিলাম স্বনামধন্য জ্যোতিষী পঙ্কজ শাস্ত্রী মহাশয়ের কাছে। তিনি এই প্রসঙ্গে বলেন,“ নীল ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় শিব ঠাকুরকে অর্পণ করুন কয়েকটি জিনিস-

১. গঙ্গা জল, ডাবের জল
২. কাঁচা দুধ, দই
৩. সরষের তেল
৪. বিজোড় সংখ্যক অখণ্ড ত্রিপত্র বিশিষ্ট বেলপাতা
৫. যেকোনো একটা গোটা ফল
৬. সাদা চন্দনের গুঁড়ো
৭. তামা বা রূপোর সাপ
৮. হলুদ কলকে ফুল
৯. ধুতরা ফুল ও ফল
১০. বোটাসহ গোটা কাঁচা আম
১১. দূর্বা, আতপ চাল, পঞ্চশস্য
এই দিনে ভাত বা চালের তৈরি কোন খাবার খাবেন না।”

এর পাশাপাশি তিনি এও বলেন যে,“পরিবারে সর্বসুখ প্রাপ্তির জন্য অবলম্বন করুন এই উপায়-১ ঘটি গঙ্গাজল নিয়ে তার ভিতরে ১ মুঠো যব দিয়ে ভর্তি করে শিবলিঙ্গের উপর অর্পণ করুন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments