সংবাদদাতা, বাঁকুড়া:- ১৯৪৪ সালের ১৪ই এপ্রিল বোম্বে বন্দর ভিক্টোরিয়া ডকে বিধ্বংসী অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। যা পার্শ্ববর্তী ডক ও গুদামগুলিতে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এবং বিশাল এলাকা ধ্বংস করে দেয়। অগ্নি নির্বাপনের আগেই 66 জন কর্মকর্তা , ৮৯ জন দমকলের কর্মী ও ৭০০ জন লোক প্রাণ হারায়।
তাই ভারত সরকার প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৪ই এপ্রিল দিনটিকে জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস হিসেবে পালন করে আসছেন। ১৪ থেকে ২০এ এপ্রিল পর্যন্ত জাতীয় অগ্নি নির্বাপন সেবা সপ্তাহ পালন করল বাঁকুড়া জেলার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অর্থাৎ CISF এর অগ্নি নির্বাপন শাখা। গত কাল এই কর্মসূচি সমাপ্ত হল। এই সমাপ্তি অনুষ্ঠানে অগ্নি নির্বাপন বিষয়ে একটি মহড়া প্রর্দশিত হয়। সাথে সাথে এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান পি পি সাহ , এছাড়াও উপস্থিত ছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিক আধিকারিক এবং CISF ইউনিটের সকলে । CISFএর কমাডেন্ট সনু সিং শিখরওয়ার জানিয়েছেন, “একসপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অগ্নি নির্বাপন সপ্তাহ পালন করা হয়, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সকলে পুরস্কৃত করা হল এবং আজ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সমাপ্ত করা হয়”।