সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই।জানা যায় বেসরকারি মাইক্রোফিনান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের লোনের টাকা আদায়ের কাজ করতো শিবনাথ রজক। আর সেই আদায়ের একটা বড়ো অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি।আর সেই কথা জানতে পেরে যায় উমাশঙ্কর চৌহান। তার পরেই উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এই শিবনাথ রজক। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃত দুই ব্যক্তি আসানসোলের বাসিন্দা। ধৃতদের নাম শিবনাথ রাজক ও দীপ বাউরি। ধৃত দুই জনকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে। জানা যায় চলতি মাসের ১৫ই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্স এর কর্ণধার উমাশঙ্কর চৌহানেকে এলোপাঠাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতি। ঘটনার তদন্তে নামে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।